আপাতত সশরীর ক্লাস হচ্ছে না ঢাবিতে, হল খোলা
ঢাবি করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার
আপাতত সশরীর ক্লাস হচ্ছে না ঢাবিতে, হল খোলা
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও আপাতত সশরীর ক্লাসে যাচ্ছে না। তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ‘স্বাস্থ্যবিধি মেনে’ খোলা থাকছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) এসব তথ্য জানিয়েছেন।
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে গত ২১ জানুয়ারি দুই সপ্তাহের জন্য হল খোলা রেখে সশরীর ক্লাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, ‘জাতীয় সিদ্ধান্তের সঙ্গে কিছুটা মিল রেখেই আমাদের সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। আপাতত আমরা সশরীর ক্লাসে যাচ্ছি না। পরিস্থিতি বিবেচনায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে হলগুলো স্বাস্থ্যবিধি মেনে যেভাবে খোলা আছে, সেভাবেই খোলা থাকবে। পাশাপাশি অনলাইনে ক্লাস চলবে।'
বিভাগ-ইনস্টিটিউটগুলো স্বাস্থ্যবিধি মেনে সশরীরে যেভাবে পরীক্ষা নিচ্ছে, তাও চলবে বলে জানান উপাচর্জ। তিনি বলেন ছোট ছোট ব্যবহারিক ক্লাসগুলোও সশরীরে চলছে। বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো আপাতত বেলা তিনটা পর্যন্ত চলছে।