অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অক্ষয়ের পৃথ্বীরাজ নিষিদ্ধ চায় কর্নি সেনা

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০৭:১৭ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার   আপডেট: ০৭:১৭ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার

এলাহাবাদ হাইকোর্টের লক্ষ্ণৌ বেঞ্চ ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছেন দেশটির সেন্সর বোর্ড পৃথ্বীরাজ সিনেমাটির মুক্তির সার্টিফিকেট দিয়েছে কিনা।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সিনেমাটি নিষিদ্ধকরণের দাবিতে জনস্বার্থে করা এক মামলার (পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন; পিআইএল) কারণে এ বিষয় নিয়ে জানতে চেয়েছেন আদালত।

২১ ফেব্রুয়ারিতে শুরু হওয়া সপ্তাহে এ মামলার শুনানি শুরু হবে। কর্নি সেনা'র ভাইস প্রেসিডেন্ট সঙ্গিতা সিং অক্ষয়ের সিনেমাটির বিরুদ্ধে পিআইএলটি দায়ের করেছেন।

কর্নি সেনা'র অভিযোগ পৃথ্বীরাজ সিনেমাটিতে হিন্দু রাজপুত সম্রাট পৃথ্বীরাজকে 'ভুল ও কুরুচিপূর্ণভাবে' উপস্থাপন করা হয়েছে এবং এটির মাধ্যমে অনুভূতিতে আঘাত করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৭ সালে সঞ্জয় লীলা বানসালি'র পদ্মাবতী সিনেমটির বিরুদ্ধেও আন্দোলন করেছিল কর্নি সেনা। ফলে সিনেমার নাম পদ্মাবতী থেকে পদ্মাবত হয়ে যায়।

কর্নি সেনা ভারতের রাজপুতদের একটি সংগঠন।

সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস