অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নতুন স্মার্টফোন কেনার পর যেসব কাজ করা প্রয়োজন

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৫:১৩ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার  

নতুন স্মার্টফোন কেনার আনন্দই আলাদা। তবে নতুন ফোন কেনার পর কিছু কাজ করা দরকার যা আপনার ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও বেশি সমৃদ্ধ করবে।

একটু নেড়েচেড়ে দেখুন

নতুন ফোন বাক্স থেকে বের করেই ব্যবহার করা শুরু করা যাবে না। প্রথমে দেখতে হবে বাক্সে আর কী কী জিনিস দেওয়া আছে৷ ফোনের সাথে কোনো জিনিস থাকার কথা থাকলেও বাক্সে না দেখলে সাথে সাথে যোগাযোগ করতে হবে বিক্রেতার সঙ্গে।

প্রয়োজনীয় জিনিসপত্র যেমন চার্জার, হেডফোন ইত্যাদি বের করে রাখতে হবে বাক্স থেকে। এছাড়া ওয়ারেন্টি, সিম ট্রে খোলার ইজেক্টর টুল ইত্যাদি যত্ন করে রাখতে হবে।

চার্জে বসান ফোন

বাক্স থেকে খোলার পর ফোন ব্যবহার করার আগে অবশ্যই এটিকে চার্জড করিয়ে নিতে হবে। শতভাগ চার্জ হওয়ার পর ফোন ব্যবহার করতে হবে।

ওয়াইফাই বা ডেটা কানেকশন যোগ করা

চার্জ হওয়ার পরে ফোনটিকে ওয়াইফাইয়ের সাথে যুক্ত করতে হবে। কারণ নতুন ফোনে আপডেটের প্রয়োজন থাকতে পারে, প্রয়োজনীয় অ্যাপ ডাউনলোড করতে হয়। এসবের জন্য প্রচৃর ডেটা প্রয়োজন হয়। তাই মোবাইল ডেটা ব্যবহারের সময় বিষয়টি মাথায় রাখতে হবে।

আপডেট আছে কী?

ওয়াইফাই-এ সংযুক্ত করার পর দেখতে হবে ফোনের জন্য নতুন কোনো আপডেট আছে কিনা। কারণ ফোন আপডেট না রাখলে নিরাপত্তার ঝুঁকি থাকে।

গুগল অ্যাকাউন্ট যুক্ত করুন

আপনি যদি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হন, তাহলে আপনার ফোনের সবরকম সুবিধা পাওয়ার জন্য গুগল অ্যাকাউন্ট এটিতে যুক্ত করতে হবে। কেবল গুগল অ্যাকাউন্ট যুক্ত করলেই আপনি গুগলের বেশিরভাগ সেবা পেতে পারবেন।

অ্যাপ আপডেট করুন

ফোন চালু করার পর আগে থেকে থাকা অ্যাপগুলো আপডেট করে নিতে হবে। আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ আপডেট করে নিতে পারেন।

অপ্রয়োজনীয় অ্যাপ দূর করুন

যেসব অ্যাপ আপনার প্রয়োজনীয় নেই কিন্তু আগে থেকে ফোনে দেওয়া আছে সেগুলো নিশ্চিন্তে আনইনস্টল করে দিতে পারেন। তবে সিস্টেম অ্যাপগুলো মোছা যাবে না।

প্রয়োজনীয় অ্যাপ নামান

আপনার প্রয়োজনীয় অ্যাপগুলো নামিয়ে সেগুলো নিজের মতো করে কাস্টমাইজড করে নিন। সেগুলো হতে পারে বাংলা কিবোর্ড, অভিধান, ব্যাংকিং বিষয়ক অ্যাপ, পছন্দের ব্রাউজার ইত্যাদি।

ফোনের নিরাপত্তা দেওয়া

আপনার নতুন ফোনে কোনো লক সিস্টেম থাকবে না, আপনাকে সেটা চালু করে নিতে হবে। নিজের ফোনের গোপনীয়তা বজায় রাখতে অবশ্যই লক সিস্টেম চালু করতে হবে।