গঠনের চেয়ে ৮০ গুণ বেশি গতিতে গলছে এভারেস্টের বরফ
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার
মাউন্ট এভারেস্ট
বিশেষ সবচেয়ে উঁচু পর্বত এভারেস্টের বরফ আশঙ্কাজনক দ্রুত হারে গলে যাচ্ছে। এর জন্য দায়ী হচ্ছে 'মনুষ্যসৃষ্ট জলবায়ু পরিবর্তন'।
নতুন একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ওই বরফখণ্ডটি (গ্লেসিয়ার) তৈরি হতে যতবছর সময় লেগেছিল, তার চেয়ে ৮০ গুণ দ্রুত এগুলো গলে যাচ্ছে।
ন্যাচার পোর্টফোলিও জার্নাল ক্লাইমেট অ্যান্ড অ্যাটমোসফেরিক সায়েন্স নামক একটি জার্নালে প্রকাশিক হয়ে পিয়ার-রিভিউড্ ওই গবেষণাটি। এটি করেছেন ইউনিভার্সিটি অব মেইন-এর গবেষকেরা।
ওই গ্লেসিয়ারটির নাম সাউথ কোল গ্লেসিয়ার। প্রায় ২০০০ বছর সময় লেগেছিল এটি তৈরি হতে। গত ২৫ বছরেই এটি ১৮০ ফুট সরু হয়ে গেছে। সে হিসেবে এটি গঠিত হতে যে পরিমাণ সময় লেগেছে, তার চেয়ে ৮০ গুণ বেশি দ্রুতহারে গলে যাচ্ছে এটি।
সূত্র: সিনেট ও মেট্রো ইউকে