অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এইচএসসির ফল ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ হতে পারে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:২০ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার   আপডেট: ১০:২১ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার

এইচএসসির ফলাফলের সম্ভাব্য তারিখ ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে

এইচএসসির ফলাফলের সম্ভাব্য তারিখ ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে। এই তিন দিনের যে কোনো এক দিন ফলাফল প্রকাশের অনুমোদন চেয়ে শিক্ষা বোর্ডগুলোর কাছ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। 

এখন শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর সম্মতি চাইবে। প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন, সেদিনই ফলাফল প্রকাশ করা হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেছেন, তারা ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফল প্রকাশের জন্য প্রস্তাব করেছেন।

করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন অপেক্ষা করে গত ২ ডিসেম্বর অনুষ্ঠিত হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে সব বিষয়ে পরীক্ষা হয়নি। গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে ৯ হাজার ১৮৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬২১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৭ লাখ ২৯ হাজার ৭৩৮ এবং ছাত্রী ৬ লাখ ৬৯ হাজার ৯৫২ জন।  

৯টি সাধারণ শিক্ষা বোর্ড এইচএসসিতে ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন এবং কারিগরিতে ১ লাখ ৪৮ হাজার ৫০৩ জন অংশ নেয়। 

২০২০ সালে মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন। গতবারের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ৩৩ হাজার ৮৭৫ জন।