আর স্পেস স্টেশন বানাবে না নাসা, বর্তমানটার সমাধি প্রশান্ত মহাসাগর
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)
২০৩০ সাল পর্যন্ত মহাকাশে অবস্থান করবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)। এর পরে এটি রওনা হবে প্রশান্ত মহাসাগরের একটি দূরবর্তী অঞ্চলকে লক্ষ্য করে।
সেখানেই সলিল সমাধি হবে স্টেশনটির। সম্প্রতি মার্কিন মহাকাশ সংস্থা ন্যাশনাল অ্যারোনোটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) এ তথ্য জানিয়েছে।
১৯৯৮ সালে আইএসএস মহাশূন্যে পাঠানো হয়। ২০৩১ সালের জানুয়ারি মাসে এটি এর কক্ষপথ থেকে সরে যাবে। এরপরই ভূমি থেকে ২৭০০ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের পয়েন্ট নিমো নামক ওই গোরস্তানে পৌঁছাবে এটি।
প্রশান্ত মহাসাগরের পয়েন্ট নিমো 'ওশেনিক পোল অব ইনএক্সেসিবিলিটি' নামেও পরিচিত। ওই অঞ্চলটিতে সবরকমের মহাকাশ স্টেশন, পুরনো স্যাটেলাইট, ও অন্যান্য মহাকাশসংশ্লিষ্ট বর্জ্য ফেলা হয়।।
নাসা জানিয়েছে ভবিষ্যতে ব্যবসায়িক স্পেইসক্রাফটে তাদের নভোচারীদের জন্য সময় ও স্থান কিনে নিয়ে মহাকাশে প্রয়োজনীয় গবেষণা চালাবে।
স্থায়ী স্পেইস স্টেশনের বদলে ব্যবসায়িক মহাকাশযানে গবেষণা চালালে নাসার ২০৩১ সালে ১.৩ বিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে। ওই বেঁচে যাওয়া অর্থ মহাশূন্যের গভীরে গবেষণা কাজে ব্যয় করবে সংস্থাটি।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের আয়তন একটি আমেরিকান ফুটবল মাঠের মতো। প্রতি দেড় ঘণ্টায় এটি একবার করে পৃথিবীকে পর্যবেক্ষণ করে।
সূত্র: দ্য গার্ডিয়ান