মেসেজ আনসেন্ড করার সময় বাড়াবে হোয়াটসঅ্যাপ
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৪ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২২ বুধবার
কোনো এক সময় কাউকে কোনো ভুল মেসেজ পাঠানোর পর হাত কামড়ানো ছাড়া উপায় থাকতো না। এরপর মেসেজিং অ্যাপগুলো প্রায় 'জীবনরক্ষকারী' আনসেন্ড অপশনটি চালু করে।
কিন্তু সেসব মেসেজও একটা নির্দিষ্ট সময় পর আর আনসেন্ড করা যেত না।
আনসেন্ড করার অর্থ হচ্ছে একবার মেসেজ পাঠিয়ে দেওয়ার পরেও তা আবার প্রেরক-প্রাপক দুই পক্ষের জন্যই মুছে ফেলা। এবার জানা গেছে, হোয়াটসঅ্যাপ তাদের মেসেজ আনসেন্ড করার সময় বাড়াচ্ছে।
বর্তমানে একজন ব্যবহারকারী মেসেজ পাঠানোর এক ঘণ্টা, আট মিনিট, ১৬ সেকেন্ড পরে আর সেটি আনসেন্ড করতে পারেন না।
কিন্তু নতুন আপডেটে হোয়াটসঅ্যাপ এ সময়সীমা আড়াই দিন পর্যন্ত বৃদ্ধি করতে যাচ্ছে।
মুছে ফেলা মেসেজের জন্য কোনো নোটিফিকেশন পাবেন না ব্যক্তি।
সূত্র: ডেইলি স্টার