মৃত স্যাটেলাইটকে মহাশূন্য থেকে সরালো চীনের স্যাটেলাইট
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ১০:০২ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২২ বুধবার
বর্তমানে মহাকাশে অসংখ্য মৃত তথা মেয়াদোত্তীর্ণ স্যাটেলাইট দিকবিদিকশুন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে। এগুলোকে স্পেইস জাঙ্ক বলা হচ্ছে।
এর ফলে মহাকাশে অন্য স্যাটেলাইটের অবস্থান করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই মেয়াদোত্তীর্ণ স্যাটেলাইটগুলো এখন ক্রমশ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
তাই এ সমস্যা সমাধানে বিজ্ঞানীরা কাজ করছেন। কিছু ক্ষেত্রে নিয়মিত স্যাটেলাইটের বাইরে অন্য ধরনের স্যাটেলাইট তৈরির চেষ্টা চলছে। যেমন ২০২১ সালে জাপান কাঠের তৈরি স্যাটেলাইট তৈরি করার চেষ্টা করেছে যেটার মেয়াদ শেষ হয়ে গেলে আকাশেই পুড়ে শেষ হয়ে যাবে।
এ বছরের জানুয়ারির ২২ তারিখে চীনের একটি স্যাটেলাইট আরেকটি মেয়াদোত্তীর্ণ নেভিগেশন স্যাটেলাইটকে অন্য স্যাটেলাইটের পথ থেকে সরিয়ে দিকে সক্ষম হয়েছে।
জাহাজের টাগবোটের মতো কাজ করেছে চীনের এসজে-২১ নামের ওই স্যাটেলাইট। অ্যাক্সোঅ্যানালাইটিক সল্যুশনস নামের একটি ব্যবসায়িক মহাকাশ বিষয়ক সংস্থা এ খবর জানিয়েছে।
এক্ষেত্রে চীনের টাগ স্যাটেলাইটটি প্রথমে মৃত স্যাটেলাইটের গায়ে অবস্থান করে (ডকিং)। এরপর সেটিকে নিয়ে নিরাপদ দূরত্বে চলে যায়।
সূত্র: ফিজ ডট অর্গ