অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ছে দুই সপ্তাহ: শিক্ষামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৯:৫১ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২২ বুধবার  

নতুন ঘোষণা অনুযায়ী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে পাঠদান বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানের

নতুন ঘোষণা অনুযায়ী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে পাঠদান বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানের

দেশে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দুই সপ্তাহ বন্ধ থাকা ছুটির মেয়াদ আরো দুই সপ্তাহ বাড়ানোর কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। নতুন ঘোষণা অনুযায়ী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে পাঠদান বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে।

বুধবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর  এক ভিডিও বার্তায় এ তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, ‘সারা দেশে করোনা সংক্রমণের হার এখন ৩০ শতাংশের কাছাকাছি। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞদের পরার্মশক্রমে সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শ্রেণিকক্ষে পাঠদান আপাতত বন্ধ থাকার সময়সীমা ৬ ফেব্রুয়ারির পর আরো দুই সপ্তাহ বৃদ্ধি করা হবে।’

খুব শিগগিরই শিক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আশা করি আমরা সবাই স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলবো। এবং এর মধ্য দিয়ে দেশে করোনা সংক্রমণের হার কমে আসবে। খুব শিগগিরই আমাদের শিক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশে শ্রেণিকক্ষে পাঠদানের জায়গায় আমরা নিয়ে যেতে পারব।’

দেশে গত কয়েক দিনেই দৈনিক করোনা শনাক্ত ১৩ হাজারের ওপর থাকছে। করোনায় মৃত্যুর সংখ্যাও টানা চারদিন ধরে ৩০-এর উপরে রয়েছে। সবশেষ বুধবার গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া নিয়ে পরামর্শক কমিটি ও সরকার দ্বিধায় রয়েছে।

ওদিকে অবস্থা যেমনই হোক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার আহ্বান জানিয়েছে ইউনিসেফ। সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয়ে ইউনিসেফের আহ্বানকেও গুরুত্ব দিচ্ছে বলে জানানো হয়েছে। অবশ্য এ জন্য শিক্ষার্থীদের টিকাদান নিশ্চিত করতে চায় সরকার।

করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দীর্ঘ ১৮ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। যদিও শ্রেণি কার্যক্রম চলছিল স্বল্প পরিসরে। সব শ্রেণির ক্লাস সব দিন হচ্ছিল না।