অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ব্যবহৃত টি-ব্যাগের আরও কিছু চমৎকার ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ০৭:১৪ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২২ বুধবার  

টি-ব্যাগ

টি-ব্যাগ

ব্যবহারের পর আমরা সচরাচর টি-ব্যাগ ফেলে দেই। কিন্তু চাইলেই এটি দিয়ে আরও কিছু কাজ করা যায়।

ব্যবহৃত টি-ব্যাগের এরকম কিছু বাড়তি ব্যবহারের কথা জেনে নেওয়া যাক।

কড়া চা তৈরি

একবার ব্যবহার করার পর সেই টি-ব্যাগ পরে ব্যবহার করে কড়া চা তৈরি করা সম্ভব।

ব্যবহৃত টি-ব্যাগটি ঠাণ্ডা পানিতে রেখে তা ফ্রিজে সংরক্ষণ করতে হবে। এরপরের বার চা তৈরি করার সময় ওই টি-ব্যাগটি ব্যবহার করলে চায়ের স্বাদ কড়া হবে।

চোখের ওপর রাখা

ব্যবহৃত টি-ব্যাগ চোখের ওপর রাখলে চোখের পাতার কালো দাগ দূর হয়।

ত্বকে ব্যবহার

দাঁড়ি কামানোর সময় যদি ত্বকের স্তর বেশি কেটে যায় তাহলে সে স্থান লাল হয়ে ব্যথা করতে পারে। টি-ব্যাগ ব্যাথাস্থানে রাখলে ব্যথা দূর হয়।

কাচ পরিষ্কার

টি-ব্যাগ দিয়ে কাচের ওপর ঘষে তা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে ফেললে কাঁচের ওপর থাকা দাগ দূর হবে।

পেঁয়াজের গন্ধ দূর

পেঁয়াজ কাটার পরে হাতে পেঁয়াজের গন্ধ থেকে যায়। হাতে ব্যবহৃত টি-ব্যাগ ঘষলে গন্ধ দূর হয়।

বাগানে ব্যবহার

ব্যবহৃত টি-ব্যাগের মুখ খুলে চা-পাতাগুলো বাগানের মাটিতে ফেলে দিলে তা সার হিসেবে কাজ করবে।

এছাড়া, ব্যবহৃত টি-ব্যাগগুলো দিয়ে আরেকটি চা তৈরি করতে হবে। এরপর সেই চা এ বালতি পানিতে মিশিয়ে সেই পানি বাগানে দিলে বাগান বাড়তি পুষ্টি লাভ করবে।

জুতার গন্ধ দূর

জুতা থেকে গন্ধ বের হলে তা-তে ব্যবহৃত টি-ব্যাগ ফেলে রাখলে ব্যাগ ওই গন্ধ শুষে নেবে।।

সূত্র: ইন্টারনেট