অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জানুয়ারিতে করোনায় মৃতদের ৭৩ শতাংশই টিকা নেননি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:১৮ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২২ বুধবার   আপডেট: ০৬:২৬ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

গেলো জানুয়ারি মাসে করোনাক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩২২ জনের। এর মধ্যে ২৩৪ জনই করোনার টিকা নেননি। যা মোট মৃত্যুর ৭৩ শতাংশ।

বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বুলেটিনে সংস্থাটির মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, অন্যদিকে জানুয়ারিতে মারা যাওয়া ৩২২ জনের মধ্যে টিকা নিয়েছিলেন ৮৮ জন। শতাংশের হিসাবে যা ২৭ শতাংশ। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছিলেন ১৮ জন আর দুটি ডোজই নিয়েছিলেন ৬৮ জন। তবে মৃতদের মধ্যে মাত্র দুজন বুস্টার বা তৃতীয় ডোজের টিকা নিয়েছিলেন। 

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।