অভিনয়ের পাশাপাশি বই লিখেছেন যেসব বলিউড তারকা
এন্টারটেইনমেন্ট ডেস্ক
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২২ বুধবার
অভিনয়ের পাশাপাশি অনেক বলিউড তারকা লেখালেখিতেও তাদের চমক দেখিয়েছেন। সেরকম কয়েকজন তারকা ও তাদের বইয়ের কথা জেনে নেওয়া যাক।
প্রিয়াঙ্কা চোপড়া
আনফিনিশড নামে নিজের আত্মজীবনী লিখেছেন প্রিয়াঙ্কা। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে পেঙ্গুইন র্যান্ডম হাউজ থেকে প্রকাশিত হয় এটি। মার্কিন যুক্তরাষ্ট্রে এটি দ্য নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার বইয়ের তকমা পায়।
কারিনা কাপুর খান
কারিনার বইয়ের নাম প্রেগনেন্সি বাইবেল। নিজের মা হওয়ার অভিজ্ঞতা থেকে এ বই লিখেছেন তিনি। বইটিতে দুইবার মা হতে গিয়ে কারিনা কী কী শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার মুখে পড়েছিলেন সেগুলোই ফুটে উঠেছে।
অনুপম খের
ইওর বেস্ট ডে ইজ টুডে অনুপম খেরের তৃতীয় বই। লকডাউনের সময় এ বইটি রচনা করেন অনুপম খের। সেল্ফ-হেল্প ঘরানার এ বইয়ের আগে প্রকাশিত হওয়া অনুপমের বাকি দুইটি বইয়ের নাম হলো দ্য বেস্ট থিং অ্যাবাউট ইউ ইজ ইউ ও লেসনস লাইফ টট মি আননোয়িংলি।
টুইঙ্কল খান্না
অভিনয় থেকেই লেখালেখির জগতে প্রবেশ করেছেন টুইঙ্কল। তার বই মিসেস ফানি বোনস ক্রসওয়ার্ড বুক অ্যাওয়ার্ড জিতেছিল। তার লেখা দ্বিতীয় উপন্যাসের নাম হলো দ্য লিজেন্ড অব লক্ষী প্রসাদ।
রিশি কাপুর
রিশি কাপুরের খুল্লাম খুল্লা নামের আত্মজীবনী প্রকাশিত হয় ২০১৭ সালে। নিজের বাবা, ছেলের সাথে সম্পর্ক, প্রেমের সম্পর্ক ইত্যাদি নিয়ে এ বইয়ে কথা বলেছেন রিশি।
সূত্র: রিপাবলিকওয়ার্ল্ড