অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাবির নতুন প্রক্টর অধ্যাপক আসাবুল হক

রাবি করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২২ বুধবার  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. আসাবুল হক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. আসাবুল হক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. আসাবুল হক। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ড. লিয়াকত আলীকে প্রত্যাহারের পর নতুন প্রক্টর নিয়োগ দিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে বুধবার বিকেল ৩টায় অধ্যাপক ড. আসাবুল হককে নিয়োগ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে একটি মোটরসাইকেলকে চাপা দেয় পাথরবাহী ট্রাক।

এতে ঘটনাস্থলেই নিহত হন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেল। এ ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলে ভারপ্রাপ্ত প্রক্টর ড. লিয়াকত আলীকে প্রত্যাহারের দাবি জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাতেই তাকে প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।