রাবি শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাস, প্রক্টর প্রত্যাহার
ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট, রাবি
প্রকাশিত: ১২:০৫ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২২ বুধবার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাকচাপায় ছাত্র নিহতের ঘটনায় দাবি মানার আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত করেছেন শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. লিয়াকত আলীকেও প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার রাত ২টার দিকে উপাচার্য বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে প্রক্টরকে প্রত্যাহার ও তাদের দেয়া দাবি মেনে নেয়ার আশ্বাস দেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
এসময় সেখানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো-
* নিহতের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ১০ কোটি টাকা দিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে
* ঘটনার সুষ্ঠু তদন্ত করা
* প্রক্টর ও প্রক্টরিয়াল বডি অপসারণ
* চালকসহ জড়িত সবাইকে গ্রেপ্তার করা
* ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ বন্ধ করা এবং
* ক্যাম্পাসের রাস্তা-ঘাট মেরামত ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা
মঙ্গলবার রাত ৯টার দিকে রাবি জিয়া হলের সামনের রাস্তা দিয়ে তিন শিক্ষার্থী মোটরসাইকেলে শহীদ হবিবুর হলের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক দিয়ে আসা পাথর বোঝায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান চারুকলা অনুষদের শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেল। অন্য দুই শিক্ষার্থী গুরুতর আহত হন।
মাহবুব হাবিব হিমেল নিহতের খবর শুনে সহপাঠীরা ঘটনাস্থলে কান্নায় ভেঙে পড়েন। ঘটনার প্রতিবাদে তারা ক্যাম্পাসে বিক্ষোভ করছেন। নিহত মাহবুব চারুকলা অনুষদের ২০১৬-১৭ বর্ষের ছাত্র।
শিক্ষার্থী নিহতের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা নির্মাণাধীন ভবনে জড়ো হন। একপর্যায়ে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা নির্মাণ কাজে নিয়েজিত ৫টি ট্রাকে আগুন লাগিয়ে দেয়। এতে পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ট্রাকের টায়ার বাস্ট হলে বিকট শব্দ হয়। পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।