৪০তম বিসিএস: মৌখিক পরীক্ষা শুরু ৬ ফেব্রুয়ারি
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০৯:২৯ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার
স্থগিত ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন
স্থগিত ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই পরীক্ষা আগামী ৬ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) মো. নজরুল ইসলামের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, ৪০তম বিসিএসের সাধারণ/কারিগরি ও পেশাগত ক্যাডারের পদে সাময়িকভাবে উত্তীর্ণ ৭৫১ জনের মৌখিক পরীক্ষা আগামী ৬ ফেব্রুয়ারি শুরু হবে। তা চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
গত বছরের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন। পরীক্ষা দেন ৩ লাখ ২৭ হাজার প্রার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। ২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জনকে নিয়োগ দেয়ার কথা রয়েছে।