অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ওয়ার্ডল কিনে নিলো দ্য নিউ ইয়র্ক টাইমস, আর খেলা যাবে ফ্রি?

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার  

ওয়ার্ডল

ওয়ার্ডল

ফেইসবুক এখন ওয়ার্ডল জ্বরে কাঁপছে। প্রতিদিনই নিউজফিডে একাধিক বন্ধু সবুজ-হলুদ-কালো বক্সে তার অর্জনের জানান দিয়ে যাচ্ছেন।

কেউ কেউ এখনো বুঝেই উঠতে পারেননি ওয়ার্ডল নামের এ শব্দখেলা কীভাবে খেলতে হয়। অনেকে হয়তো ওয়েবসাইটে ঢুকে খানিক চেষ্টা করে ব্যর্থমনোরথ হয়ে আবার বেরিয়ে গেছেন।

ধারণা করে শব্দ বের করার এই মজার খেলায় কপাল আর বুদ্ধি দুটোই লাগে। কেউ অবশ্য চাইলে ইন্টারনেটে রেজাল্ট দেখে এক দানেই ‘জিনিয়াস’ হয়ে যেতে পারেন।

সম্প্রতি মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস (এনওয়াইটি) ওয়ার্ডলিকে কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে। পত্রিকাটির গেইম সেকশন ইতোমধ্যে স্বনামখ্যাত, বিশেষত এর ক্রসওয়ার্ড পাজল-এর কথা সমঝদার মাত্রই জানেন।

এনওয়াইটি-এর পাজলের সমাহার সমৃদ্ধ। ১৯৪২ সালে ক্রসওয়ার্ড পাজল শুরু করার পর একে একে দ্য মিনি ক্রসওয়ার্ড, স্পেলিং বি, লেটার বকসড, টাইলস, ভার্টেক্স ইতআদি ধাঁধার সূচনা করেছে এটি। সে ধারাবাহিকতায় নিজেদের পাজলের ভাণ্ডারকে আরও বাড়িয়ে তুলতে ওয়ার্ডল-কে কিনে নিলো তারা।

করোনাভাইরাস মহামারিতে নিজের পার্টনারের সাথে সময় কাটানোর কথা মাথায় রেখে ব্রুকলিনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার জশ ওয়ার্ডল এ গেইমটি তৈরি করেন। ২০২১ সালের অক্টোবরে সবার জন্য উন্মুক্ত করে দেন তিনি।

প্রায় ‘নিযুত অংকের’ অর্থে এটি তিনি বিক্রি করে দিয়েছেন পত্রিকাটির কাছে। এখন প্রশ্ন উঠেছে দ্য নিউ ইয়র্ক টাইমস কি এবার বিনামূল্যে এটি সবাইকে খেলতে দেবে?

এনওয়াইটি-র অনলাইন ভার্সন পড়তে হলে সাবস্ক্রিপশন নিতে হয় গ্রাহকদের। এছাড়া এর গেইম অ্যাপ, রেসিপি অ্যাপও অর্থ খরচ করে ব্যবহার করতে হয়। তবে এক বিবৃতিতে পত্রিকাটি জানিয়েছে, আপাতত বিনামূল্যেই খেলা যাবে গেইমটি।

তবে তাদের বিবৃতির ভাষ্য অনুযায়ী ভবিষ্যতে ওয়ার্ডলিকে পে-ওয়ালের আওতায় আনার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না।

সে যা-ই হোক, আপাতত যেহেতু বিনামূল্যে খেলা যাচ্ছে, তাই এ সুযোগ হেলায় হারানো যাবে না। আর যারা এখনো খেলাটি বুঝে উঠতে পারছেন না, তারা আরেকবার চেষ্টা করতে পারেন অথবা ভবিষ্যতে যেন আপনাদের বন্ধুরাও আর বিনামূল্যে গেইমটি খেলতে না পারে সে প্রার্থনাও করতে পারেন! 

সূত্র: পকেট-লিন্টদ্য নিউ ইয়র্ক টাইমস