অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৫ম বারের চেষ্টায় ইতালিয়ান স্যাটেলাইট মহাকাশে পাঠালো স্পেইসএক্স

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৪:১১ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার  

চার দিনের দেরির পর অবশেষে স্পেইসএক্স এর ফ্যালকন ৯ রকেটে করে মহাকাশে একটি ইতালিয়ান স্যাটেলাইট উদ্ধার করতে সক্ষম হয়েছে।

জানুয়ারি মাসের শেষদিন ফ্লোরিডার কেইপ কার্নিভাল লঞ্চ সেন্টার থেকে স্যাটেলাইটটি মহাকাশে উৎক্ষেপণ করা হয়।

ওই স্যাটেলাইটটি একটি পৃথিবী-পর্যবেক্ষণকারী স্যাটেলাইট। এর নাম কসমো-স্কাইমেড। ভূমি ত্যাগ করার এক ঘণ্টা পরে এটি শূন্যে স্থাপন করা হয়।

এর আগে জানুয়ারির ২৭ তারিখে স্যাটেলাইটটি উৎক্ষেপণের চেষ্টা করেছিল স্পেইসএক্স। কিন্তু সেদিন আবহওয়া খারাপ ছিল।

জানুয়ারির ২৮ তারিখ উৎক্ষেপণের কাউন্টডাউন শুরু হলেও সেদিন আকাশে এত মেঘ ছিল যে রকেট আর মাটি ছেড়ে উঠতে পারেনি।

এরপর ২৯ জানুয়ারি তৃতীয়বার চেষ্টা চালানো হয়। কিন্তু এবার বাদ সাধে বাতাস।

এরপর ৩০ জানুয়ারিতে আবারও চেষ্টা করা হয়। এবার আবহাওয়াজনিত কোনো সমস্যা না থাকলেও রকেটটির গতিপথের সীমানায় অন্য আকাশযান থাকায় এ দিনও সাফল্যের মুখ দেখেনি স্পেইসএক্স।

অবশেষে পঞ্চমবারের চেষ্টায় গতকাল সোমবার (৩১ জানুয়ারি) ফ্যালকন ৯ আকাশে ওড়ে।

সূত্র: স্পেইসফ্লাইট ইনসাইডার