যুক্তরাষ্ট্রে অনুমোদন পেলো মডার্নার স্পাইভ্যাক্স টিকা
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার
মার্কিন যুক্তরাষ্ট্রে মডার্নার স্পাইভ্যাক্স কোভিড টিকা পূর্ণ অনুমোদন পেয়েছে। এর আগে দেশটিতে এটি কেবল জরুরিখিত্তিতে ব্যবহারের অনুমোদন ছিল।
যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) সোমবার (৩১ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে মডার্নার টিকার অনুমোদনের কথা ঘোষণা করেছে।
মূলত মডার্নার যে টিকা এতদিন মডার্না কোভিড-১৯ ভ্যাক্সিন হিসেবে পরিচিত ছিল, তাকে ‘স্পাইভ্যাক্স’ নামকরণ করে পূর্ণ অনুমোদন দিলো দেশটি।
এ টিকাটি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে ১৮ বছর বা তার চেয়ে বেশি বয়সী মানুষদের জন্য।
অনুমোদনের ঘটনাকে মডার্নার প্রথান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিফেন ব্যানসেল তার কোম্পানির জন্য ‘আবশ্যক মাইলফলক’ হিসেবে ঘোষণা দিয়েছেন।
এর আগে ২০২০ সালের ডিসেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে মডার্নার টিকার কেবল জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছিল।
সূত্র: লাইভমিন্ট