চট্টগ্রামে করোনা: মৃত্যু ৩, শনাক্ত ৭২৯
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ০১:৪২ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার আপডেট: ০১:৪৪ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার
চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার ৪৪৩
চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে ৩ ব্যক্তি মারা গেছেন। নতুন করে ৭২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৪ দশমিক ৩৮।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার ৪৪৩। মোট মারা গেছেন ১ হাজার ৩৫৮ জন।
গত ২৪ ঘণ্টায় জেলায় ২ হাজার ২৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৫৩০ জন। উপজেলার ১৯৯ জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন নগরের, একজন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্তের ঘোষণা দেয় সরকার। এরপর প্রায় দুই বছর ধরে চলা এই মহামারিতে সংক্রমণ চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। এর মধ্যে পরিস্থিতি সবচেয়ে খারাপ আকার ধারণ করেছিল গত বছরের জুন-জুলাইয়ে।