চবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি
ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট, চবি
প্রকাশিত: ০১:১৪ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে। এর মধ্যে ভর্তির যাবতীয় কার্যক্রম শেষ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
করোনার প্রকোপ না থাকলে সশরীরে শুরু হবে ক্লাস; নইলে অনলাইনেই চলবে ক্লাস।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, ডিনস কমিটির এক সভায় প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, করোনার প্রকোপ না থাকলে সশরীরে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম শুরু হবে। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে কিংবা সরকার থেকে সশরীরে বন্ধ রাখার নির্দেশনা আসলে আমরা অনলাইনে ক্লাস শুরু করার পরিকল্পনা আছে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে এখনো কিছু আসন ফাঁকা রয়েছে। অনেক শিক্ষার্থী ভর্তি বাতিল করছে। এ কারণে তৃতীয় মেধা তালিকা ভর্তির কার্যক্রম চলমান রয়েছে। তবে ২২ ফেব্রুয়ারির আগে আমরা ভর্তির যাবতীয় কার্যক্রম শেষ করবো।