অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফেব্রুয়ারিতে স্কুল খুলছে পশ্চিমবঙ্গে

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ৩১ জানুয়ারি ২০২২ সোমবার   আপডেট: ০৯:০১ পিএম, ৩১ জানুয়ারি ২০২২ সোমবার

ফেব্রুয়ারিতে স্কুল খুলছে পশ্চিমবঙ্গে

ফেব্রুয়ারিতে স্কুল খুলছে পশ্চিমবঙ্গে

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ভারতের পশ্চিমবঙ্গে অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল খুলে দেওয়া হচ্ছে ৩ ফেব্রুয়ারি। একই সঙ্গে খুলছে কলেজ, বিশ্ববিদ্যালয়সহ অন্য শিক্ষাপ্রতিষ্ঠানও।

প্রায় সব ক্ষেত্রে আরও কিছু ছাড় দিয়ে করোনা বিধিনিষেধের মেয়াদ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে রাজ্য সরকার।

সোমবার (৩১ জানুয়ারি) রাজ্য সরকারের সদর দফতর নবান্নে ক্যাবিনেট বৈঠকের পর সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব ঘোষণা দেন। তিনি বলেন, ‘রাজ্যে এখন কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তাই স্কুল খুলে দেওয়া হচ্ছে। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অফলাইন ক্লাস শুরু হবে। পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত চলবে পাড়ায় পাড়ায় শিক্ষালয় প্রকল্প।’

করোনা পরিস্থিতিতে রাজ্যের স্কুল খোলা নিয়ে তর্ক-বিতর্ক বিক্ষোভ এবং আদালতের পর মমতার এই ঘোষণায় ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরেছে।

মুখ্যমন্ত্রী জানান, রাত ১০টার পরিবর্তে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউ থাকবে। সরকারি-বেসরকারি অফিসে কর্মীদের উপস্থিতির হার বাড়িয়ে ৭৫ শতাংশ করা হয়েছে। ৭৫ শতাংশ দর্শককে বিনোদন ক্ষেত্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। রেস্তোরাঁ, বার, বিয়েবাড়িতে ৭৫ শতাংশের উপস্থিতিতে ছাড় দেওয়া হয়েছে। গণপরিবহনে বেশকিছু ছাড়ের ঘোষণা দেন মমতা।

তিনি জানান, কলকাতা-মুম্বাই, কলকাতা-লন্ডন বিমান পরিষেবা স্বাভাবিক হচ্ছে। তবে লন্ডন থেকে রাজ্যে এলে আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক। কলকাতা-বেঙ্গালুরু বিমান পরিষেবা বন্ধ থাকছে। লোকাল ট্রেনের সময়সূচি একই থাকছে।

১৫ জানুয়ারি রাজ্য সরকারের প্রধান কার্যালয় নবান্ন থেকে এক বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গে কোভিড বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছিল। তবে বেশ কিছু ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করে রাজ্য সরকার।