অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মিশন আর্টেমিস: প্রথমবারের মতো কোনো নারী পা রাখবেন চাঁদে

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০৫:০৬ পিএম, ৩১ জানুয়ারি ২০২২ সোমবার  

১৯৬৯ সালের ২০ জুলাই চাঁদের বুকে পা রেখে সভ্যতার ইতিহাসে নতুন অধ্যায় শুরু করেন নীল আর্মস্ট্রং।

এ ঘটনার ৫০ বছর পর নতুন আরেকটি চন্দ্র অভিযানের পরিকল্পনা করছে নাসা।

এ অভিযানটির নাম দেওয়া হয়েছে 'মিশন আর্টেমিস'। আর্টেমিস হচ্ছেন গ্রীক দেবী, যিনি চন্দ্রের অধিষ্ঠাত্রী।

এছাড়া এ মিশনে প্রথমবারের মতো একজন অশ্বেতাঙ্গকেও চাঁদে পাঠাবে নাসা।

প্রায় ১২ হাজার প্রার্থী থেকে ১০ জনকে নির্বাচন করা হবে মিশনের জন্য। তবে এখন পর্যন্ত প্রাথমিক নির্বাচনের কাজ শেষ করেছে নাসা।

সেখানে ১৮ জনকে নির্বাচন করানহয়েছে। তাদের মধ্যে মূল দলে ছয় জন পুরুষ ও চার জন নারী থাকবেন।

মিশনের জন্য নির্বাচিত ক্রুদের প্রশিক্ষণ শুরু হওয়ার কথা রয়েছে এ মাসেই।

২০২২ সালের মার্চ মাসে প্রথম টেস্ট ফ্লাইট দিয়ে মিশন শুরু করবে নাসা। এরপর ২০২৪ সালে দ্বিতীয় মিশন পরিচালনা করবে মার্কিন মহাকাশ সংস্থাটি।

তথ্যসূত্র: নাসা'র ওয়েবসাইট ও গ্রিক সিটি টাইমস