অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

উইন্ডোজ আপডেটের ছদ্মবেশে ম্যালওয়্যার প্রবেশের চেষ্টা হ্যাকারদের

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৫:০২ পিএম, ৩০ জানুয়ারি ২০২২ রোববার  

নর্থ কোরিয়ার কুখ্যাত হ্যাকার গ্রুপ ল্যাজারাস-এর বিরুদ্ধে উইন্ডোজ আপডেটের ছলে ম্যালওয়্যার সরবরাহের অভিযোগ উঠেছে।

তারা ম্যালওয়্যার ব্যবহার করে নিরাপত্তা প্রক্রিয়াকে এড়িয়ে গিয়ে গিটহাব নামক কোডিং বিষয়ক একটি অনলাইন প্লাটফর্ম থেকে অনৈতিক সুবিধা নিতে চাচ্ছে।

তাদের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন দেশের সরকারের প্রভাবশালী বিভিন্ন সংস্থার, বিশেষত নিরাপত্তাবিষয়ক ও আকাশযান নির্মাণ সংস্থাগুলোর ডেটাবেইজে প্রবেশ করে সেগুলো থেকে যত বেশি সম্ভব গোয়েন্দা তথ্য হাতিয়ে নেওয়া।

ল্যাজারাস গ্রুপের দুইটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস হাতে পেয়েছে ম্যালওয়্যার বাইটস ল্যাবস। সেই ডকুমেন্টগুলো হচ্ছে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কোম্পানির চাকরির সুযোগের নকল বিজ্ঞাপন। তারা এরকম টোপ ফেলে তাদের টার্গেট মানুষজনের কম্পিউটার দখল করতে চাইছে।

ওই ডকুমেন্টের ভেতরেই ম্যালওয়্যার প্রোথিত করে রেখেছে ল্যাজারাস। একবার সেগুলো কেউ নিজের কম্পিউটারে খুললেই কম্পিউটারে সক্রিয় হয়ে যাবে ম্যালওয়্যারগুলো।

তথ্যসূত্র: টম'স হার্ডওয়্যার