অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামে করোনা: শনাক্ত ১১১৫, হার ২৭.৪১ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

প্রকাশিত: ০৪:০০ পিএম, ৩০ জানুয়ারি ২০২২ রোববার   আপডেট: ০৪:০০ পিএম, ৩০ জানুয়ারি ২০২২ রোববার

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৪১। একই সময় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

রবিবার (৩০ জানুয়ারি) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ১২৭। মোট মারা গেছেন ১ হাজার ৩৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় ৪ হাজার ৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৭৯৪ জন। উপজেলার ৩২১ জন।

আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৯১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৮০৯ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৮।

চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়।

করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন বিশ্বজুড়ে সংক্রমণ ছড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আগের ধরনগুলোর তুলনায় অমিক্রন দ্রুত ছড়ায়। দেশেও এ ধরন শনাক্ত হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে দেশে নতুন করে করোনা রোগী শনাক্ত ও শনাক্তের হার বাড়তে থাকায় এমন পরিস্থিতিকে উদ্বেগজনক বলছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে করোনার ডেলটা ধরনের দাপটে গত বছরের মাঝামাঝি দেশে করোনায় মৃত্যু, শনাক্ত ও শনাক্ত রোগীর হার বেড়েছিল।