ডেটা গোপনীয়তা দিবস আজ, যেভাবে নিরাপদে রাখবেন আপনার ডেটা
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ২৮ জানুয়ারি ২০২২ শুক্রবার আপডেট: ০৯:৪১ পিএম, ২৮ জানুয়ারি ২০২২ শুক্রবার
জানুয়ারির ২৮ তারিখকে ডেটা প্রাইভেসি ডে বা ডেটা গোপনীয়তা দিবস হিসেবে পালন করা হয়।
অনলাইনের যুগে আপনি যতই নিজেকে সাধারণ্যের কাতারে ফেলতে চান না কেন, আপনার ডেটার দাম কিন্তু বিশ্ববাজারে অনেক। তাই নিজের যেকোনো প্রকার ডেটার গোপনীয়তা বজায় রাখাটাই বুদ্ধিমানের কাজ।
ডেটার নিরাপত্তা বলতে আমরা কেবল সাইবার অপরাধীদের কাছ থেকে ডেটা নিরাপদ রাখার কথা বুঝি। কিন্তু প্রযুক্তি বিষয়ক বড় বড় কোম্পানিগুলোর কাছে আমাদের ব্যক্তিগত তথ্য অকাতরে বিলিয়ে না দেওয়াটাও ডেটা প্রাইভেসির একটি গুরুত্বপূর্ণ অংশ।
তাই নিজের ডেটার সুরক্ষা নিয়ে জানা থাকা ভীষণ জরুরি। সেরকম কিছু পদ্ধতির কথা জেনে নেওয়া যাক।
ভালো পাসওয়ার্ড: বড়, স্বতন্ত্র পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পুরনো পাসওয়ার্ড ব্যবহার করা যাবে না। একই পাসওয়ার্ড একাধিক স্থানে ব্যবহার করা যাবে না। প্রয়োজনে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন।
টু-ফ্যাক্টর অথেন্টিকেশন: এ পদ্ধতিতে পাসওয়ার্ডের পাশাপাশি দ্বিতীয় একটি নিরাপত্তা ফিল্টার ব্যবহার করতে হয়। সেটি হতে পারে বায়োমেট্রিক সিস্টেম, কোড, অ্যাপ নোটিফিকেশন ইত্যাদি।
নজরদারি: নিজের ব্যাংক ও অন্যান্য আর্থিক অ্যাকাউন্টে নজর রাখুন। কোনো অস্বাভাবিক কার্যক্রম দেখলে সাথে সাথে ব্যবস্থা নিন।
কম শেয়ারিং: সামাজিক যোগাযোগমাধ্যমের গোপনীয়তা বাড়ান। আপনার পোস্ট যেন কেবল আপনার বন্ধুরা দেখতে পায় সে ব্যবস্থা করুন। বিভিন্ন কুইজ, অ্যাপ ইত্যাদিতে ঢুকবেন না। এগুলোর মূল কাজই হচ্ছে আপনার ডেটায় অ্যাক্সেস নেওয়া।
আপডেটেড থাকুন: অনেককে দেখা যায় আপডেট পছন্দ করেন না। এতে আপনার ডেটার নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে পারে। বিভিন্ন অ্যাপ বা সিস্টেমে প্রতিনিয়ত আপডেটগুলো আনার পেছনে নিরাপত্তা একটি প্রধান কারণ।
সূত্র: সি-নেট