অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অমিক্রন থেকে সারলেও থাকতে পারে পিঠের ব্যথা

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ০৬:১২ পিএম, ২৮ জানুয়ারি ২০২২ শুক্রবার  

করোনাভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্টের সাধারণ লক্ষণ হলো কফ, ক্লান্তি, নাক দিয়ে পানি পড়া, বমিবমি ভাব, খাবারে অরুচি ইত্যাদি।

তবে এগুলোর মধ্যে আরেকটি বড় যে সমস্যাতে সব রোগীই ভোগেন তা হলো পিঠে মারাত্মক ব্যথা।

এমনকি ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে অমিক্রনের ক্ষেত্রে পিঠে বেশি ব্যথা অনুভব করেন রোগীরা।

আর এই পিঠ ব্যথা অমিক্রন থেকে সুস্থ হয়ে ওঠার পরেও থেকে যাচ্ছে বলে জানাচ্ছেন রোগীরা।

যুক্তরাজ্যভিত্তিক জো কোভিড অ্যাপ থেকে প্রাপ্ত ডেটা বিশ্লেষণে দেখা গেছে, পিঠের ব্যথা অমিক্রনের আটটি নতুন লক্ষণের একটি।

দ্য ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী অনেক রোগীর ক্ষেত্রে কোভিড-এর দ্বিতীয় পরীক্ষার ফলাফল নেগেটিভ আসার পরেও পিঠের ব্যথার মতো মাসল পেইনগুলো সহজে যাচ্ছে না।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া