অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

খাগড়াছড়িতে নদীতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু 

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, খাগড়াছড়ি

প্রকাশিত: ০৫:২৬ পিএম, ২৮ জানুয়ারি ২০২২ শুক্রবার  

খাগড়াছড়ির পানছড়িতে চেঙ্গী নদীতে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। 

মৃতরা হলো পানছড়ির ছোট ধনপাড়ার দুই বছর বয়সী পিবির চাকমা ও তার বোন ১২ বছর বয়সী প্রজ্ঞা চাকমা এবং একই এলাকার ১২ বছর বয়সী ঝরঝরি চাকমা।   

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।   

স্থানীয়রা জানান, দুপুরে চেঙ্গী নদীর রাবার ড্যামের পানিতে পড়ে যায় পিবির চাকমা। তাকে উদ্ধার করতে গিয়ে বাকি দুজনও ডুবে যায়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।    

পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আকতারুজ্জামান চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই শিশুদের মৃত্যু হয়।   

ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনছারুল করিম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আমরা আসার আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে পরবর্তী কার্যক্রম শুরু করব।