অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শিল্পকলা একাডেমিতে চলছে অভিনয়শিল্পী সংঘের নির্বাচন 

এন্টারটেইনমেইন্ট ডেস্ক

প্রকাশিত: ০২:৫৬ পিএম, ২৮ জানুয়ারি ২০২২ শুক্রবার   আপডেট: ০৩:১৭ পিএম, ২৮ জানুয়ারি ২০২২ শুক্রবার

এফডিসিতে চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এর ডামাডোলে কিছুটা আড়াল হয়ে গেছে অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। শুক্রবার সকাল ৯টায় শুরু হয়েছে এই নির্বাচনের ভোট। চলবে ৫টা পর্যন্ত।   

ছোট পর্দার শিল্পীরা ভোট দিচ্ছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। দেশে কোভিড সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্যবিধি মেনে ভোটদান চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।   

এবার অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে কোনো প্যানেল নেই। ২১টি পদে লড়াই করছেন ৪৮ প্রার্থী। 

সভাপতি পদে লড়ছেন আহসান হাবীব নাসিম ও ড. শাহাদাৎ হোসেন (নিপু)। সহ-সভাপতি পদের তিনটি পদের জন্য লড়ছেন পাঁচজন। এরা হলেন আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু, তানিয়া আহমেদ, দিলু মজুমদার ও সেলিম মাহবুব।   

রওনক হাসান ও কবীর টুটুল লড়ছেন সাধারণ সম্পাদক পদের জন্য ।