আর্জেন্টিনার ফুটবলারদের বাথরুম ব্যবহার করতে দেয়নি চিলি!
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬ এএম, ২৮ জানুয়ারি ২০২২ শুক্রবার আপডেট: ১১:৫৬ এএম, ২৮ জানুয়ারি ২০২২ শুক্রবার
লিওনেল মেসি ও কোচ স্কালোনিকে ছাড়াই নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাপর্বে চিলির বিপক্ষে জিতেছে ২-১ ব্যবধানে। তবে জয়ের পরেই চিলিতে নানা অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল।
গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়, বিমান থেকে নামার পর আর্জেন্টিনা দলকে বাথরুম ব্যবহার করতে দেওয়া হয়নি।
ডি পল জানান, আমাদের বাথরুম ব্যবহার করতে দেওয়া হয়নি। এয়ার কন্ডিশন ব্যবস্থা নষ্ট করা হয়েছে। এছাড়া পানিও বন্ধ রাখা হয়।
অ্যাতলেটিকো মাদ্রিদে খেলা এই ফুটবলার জানান, আমি বলছি না এটা ঠিক নাকি ভুল। কিন্তু একজন আর্জেন্টাইন হিসেবে, আমার দেশে আসা প্রতিটি দলই যথাসম্ভব স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা শুধু খেলায় নয়, আচার-ব্যবহার দিয়ে তাদের মনও জয় করে নেই।