২০০ মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে আসছে মটোরোলা?
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০৭:২১ পিএম, ২৭ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার
প্রথমবারের মতো ২০০ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত স্মার্টফোন আনতে পারে মটোরোলা। ওই ফোনে থাকবে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ট্রাস্টেড রিভিউজ।
'মটোরোলা ফ্রন্টিয়ার ২২' নামের এ ফোনটি স্যামসাং গ্যালাক্সি এস২২ ও ওয়ানপ্লাস ১০ প্রো-এর মতো ফ্ল্যাগশিপ ফোনগুলোর সাথে প্রতিযোগিতা করবে।
এ ফোনটির অন্যান্য ফিচার হলো এটিতে ১২ জিবি র্যাম, ২৫৬ জিবি স্টোরেজ, ৬.৬৭ ইঞ্চি কার্ভড পিওলেড ডিসপ্লে, ও ১৪৪হার্জ ডিসপ্লে রিফ্রেশ রেট ইত্যাদি রয়েছে।
২০০ মেগাপিক্সেলের মূল ক্যামেরার পাশাপাশি ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা থাকতে পারে।
ফোনটির সামনের ক্যামেরা হতে পারে ৬০ মেগাপিক্সেলের।
২০২২ সালের জুলাই মাসে এই অকল্পনীয় ফিচারের ক্যামেরাটি বাজারে আনতে পারে মটোরোলা।