অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

স্থানীয় মড়ক লাসা জ্বর সামলাতে জরুরি ব্যবস্থা নাইজেরিয়ায়

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৩:৩১ পিএম, ২৭ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার   আপডেট: ০৩:৫৬ পিএম, ২৭ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার

নাইজেরিয়ায় লাসা জ্বরের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ইমার্জেন্সি রেসপন্স সেন্টার স্থাপন করা হয়েছে।

গত তিন সপ্তাহে দেশটিতে এ জ্বরে ২১৫ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২৬ জন।

নাইজেরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) জানিয়েছে জ্বরের ছড়িয়ে পড়া রুখতে ইমার্জেন্সি রেসপন্স সেন্টারগুলো স্থাপন করা আবশ্যক হয়ে পড়েছিল।

লাসা ফিভার এক ধরনের অ্যাকিউট ভাইরাল জ্বর। এটি মানুষের মধ্যে খাবার ও গৃহস্থালি জিনিসের মাধ্যমে ছড়ায়। ইঁদুরজাতীয় প্রাণীর মূত্র ও বিষ্ঠা থেকে এসব জিনিসে ছড়ায় এ জ্বরের জীবাণু।

লাসা ফিভারের লক্ষণ হলো জ্বর, দুর্বলতা, বমি, উদরাময়, মাথাব্যথা, ও কফ।

১৯৬৯ সালে প্রথমবারের মতো নাইজেরিয়ার লাসা শহরে এ রোগ আবিষ্কৃত হয়।

এটি এখন পশ্চিম আফ্রিকার স্থানীয় মহামারিতে (এনডেমিক) পরিণত হয়েছে। প্রতি বছর এ রোগে ৫০০০ মানুষ মারা যায়।

সূত্র: বিবিসি