অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অভিনেতা তুষার খানের ফুুসফুস ৫০ শতাংশ সংক্রমিত 

এন্টারটেইনমেইন্ট ডেস্ক

প্রকাশিত: ০৫:১৬ পিএম, ২৫ জানুয়ারি ২০২২ মঙ্গলবার  

অভিনেতা তুষার খানের ফুসফুস ৫০ শতাংশ সংক্রমিত হয়েছে। তবে নতুন করে তার শরীরে আর কোনো জটিলতা দেখা দেয়নি। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

মঙ্গলবার দুপুরে (২৫ জানুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে অভিনেতা আহসান হাবীব নাসিম বলেন, ‘তুষার ভাইয়ের শারীরিক অবস্থা এখন আগের মতই। তার ফুসফুস ৫০ শতাংশ সংক্রমিত। তবে অক্সিজেনের মাত্রা আগের চেয়ে কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। আশা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’   

এর আগে গত শনিবার (২২ জানুয়ারি) রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে তুষার খানকে ভর্তি করা হয়। হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত।  

প্রায় চার দশক ধরে অভিনয় করে যাচ্ছেন তুষার খান। মঞ্চ, সিনেমা ও নাটক- তিন মাধ্যমেই সমানতালে অভিনয় করে দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন তিনি। ১৯৯২ সাল থেকে পেশাদার অভিনেতা হিসেবে যাত্রা শুরু হয় তার। টিভি নাটকে প্রথম সাড়া ফেলেন ‘ইতিকথা’ নাটকের মাধ্যমে।