ঢাকার বিপক্ষে সিলেটের জয়ে হেসেছে এনামুলের ব্যাট
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:০১ পিএম, ২৫ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
ঢাকার বিপক্ষে ৪৫ বলে ৪৫ করেছেন সিলেটের এনামুল হব বিজয়
বিপিএলের প্রতি আসরে টসে জিতে পরে ব্যাট করার প্রবণতা ছিল চোখে পড়ার মতো। এবার তার সাথে যোগ হচ্ছে আরও একটি। বিপিএলের এবারের আসরে দেখা যাচ্ছে দিনের প্রথম খেলা হচ্ছে লো স্কোলিং এবং পরের ম্যাচগুলো হচ্ছে বেশি রান। একই ধারা ছিল আজকের সিলেট সানরাইজার্স বনাম মিনিস্টার গ্রুপ ঢাকার ম্যাচেও।
টসে হেরে ব্যাট করতে নামা ঢাকা আজ গুটিয়ে যায় ১০০ রানে। তারজন্য অবশ্য ভাগ্যকে দুষতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ। কারণ এক ওভারেই দুটো ভুল আউট দেওয়া হয়েছে তার দলের ব্যাটসম্যানদের।
এমন লো স্কোরিং ম্যাচ জমবে না সেটাই স্বাভাবিক। হয়েছেও সেটাই। ঢাকার দেওয়া লক্ষ্য ১৮ বল হাতে রেখেই ৭ উইকেটে জিতেছে সিলেট।
এমন ম্যাচে প্রাপ্তি বললে এনামুল হক বিজয়ের ব্যাটিং। অনেকদিন ধরেই রান খরায় ভুগছেন একসময়ের জাতীয় দলের এই ওপেনার। এছাড়া বাংলাদেশি ক্রিকেটারদের রান খরাও ছিলো চিন্তার কারণ। তবে আজ বিজয়ের ৪৫ বলে ৪৫ রানের ইনিংসটি দর্শকদের স্বস্তিই দিবে।
মাশরাফি ভক্তদের জন্য অবশ্য আরও আনন্দের বিষয় আছে। প্রায় ১৩ মাস পর মাঠে ফিরলেও স্বরূপে ফিরেছেন তিনি। ৪ ওভারে ২১ রান খরচায় নিয়েছেন ২ উইকেট।
এর আগে ব্যাট করতে নামা ঢাকা আজও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। সাকিবের ফরচুন বরিশালের বিপক্ষের মতো আজও দলের হাল ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৩ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন শুভাগত হোম।
সিলেটের হয়ে ১৮ রান খরচায় ৪ উইকেট নেন নাজমুল হোসেন অপু। যা তার ক্যারিয়ার সেরা বোলিং। এছাড়া তিন উইকেট নেন তাসকিন আহমেদ।