আফ্রিকা কাপ অব নেশনস: ক্যামেরুনে স্টেডিয়ামে হুড়োহুড়িতে নিহত ৬
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৯ এএম, ২৫ জানুয়ারি ২০২২ মঙ্গলবার আপডেট: ১০:৪৬ এএম, ২৫ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
ক্যামেরুনের একটি স্টেডিয়ামে আফ্রিকা কাপ অফ নেশনসের খেলা চলাকালে হুড়োহুড়িতে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে বহু দর্শক।
ভিডিও ফুটেজে দেখে বিবিসির প্রতিবেদনে জানানো হয়, দেশটির রাজধানী ইয়ন্দোর কাছে একটি স্টেডিয়ামের ভেতরে ঢোকার চেষ্টা করছিলো বহু দর্শক।
ক্যামেরুনের মধ্যাঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়া বলেছেন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। আরেকটি খবরে জানা গেছে যে বেশ কিছু শিশু এ ঘটনায় এখন সংজ্ঞাহীন অবস্থায় আছে।
স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা ৬০ হাজার কিন্তু কোভিড বিষয়ক বিধিনিষেধের কারণে ধারণ ক্ষমতার ৮০ শতাংশের বেশি দর্শক প্রবেশের সুযোগ ছিল না।
কর্মকর্তারা জানিয়েছেন যে অন্তত ৫০ হাজার দর্শক স্টেডিয়ামের ভেতরে ঢোকার চেষ্টা করছিলো। এর ফলে প্রবেশ পথে হুড়োহুড়িতে নিহত ও আহত হবার ঘটনা ঘটে।