বিপিএল খেলতে ঢাকায় গেইল, দিলেন ভিডিও বার্তা
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ২৩ জানুয়ারি ২০২২ রোববার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে অংশ নিতে রবিবার (২৩ জানুয়ারি) ঢাকায় পৌঁছেছেন ক্রিস গেইল। সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ফরচুন বরিশালের হয়ে এবার মাঠ মাতাবেন তিনি।
কানেক্টিং ফ্লাইটের কারণে একদিন আগে বিমানে চড়ে বসেন গেইল। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে দুবাই হয়ে আজ সকালে ঢাকায় এসেছেন মারকুটে এই ব্যাটার। করোনা পরীক্ষা করেই এসেছেন। বাংলাদেশে পা রাখার পর আবার রুটিন করোনা পরীক্ষা হয়েছে। তাতে কোনো ঝামেলা না হলে সরাসরিই দলের সঙ্গে যোগ দেবেন ক্যারিবীয় কিংবদন্তি।
গেইলকে ছাড়াই বিপিএলে প্রথম ম্যাচ জিতেছে ফরচুন বরিশাল। গেইল সবার আগে জানালেন অভিনন্দন। দলে যোগ দেওয়ার আগে নিজের পরিচয় দিয়ে শুরু করে গেইল বলেন, ‘ফরচুন বরিশাল, আমি ক্রিস গেইল, ইউনিভার্স বস। আমাকে নেওয়ার জন্য ধন্যবাদ। আমি সবার সঙ্গে দেখা করতে মুখিয়ে রয়েছি। প্রথম ম্যাচ জয়ের জন্য অভিনন্দন। আগামী ম্যাচের জন্য শুভকামনা। আমি যোগ দিতে যাচ্ছি বন্ধুরা।’
২০১২ সাল থেকে বিপিএলে এখন পর্যন্ত ৪২টি ম্যাচ খেলেছেন গেইল। ৪১.১৬ গড়ে তার রান সংখ্যা ১৪৮২। আসরে তিনি ৫টি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। বিপিএলে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক গেইল ১৫৬ এর বেশি স্ট্রাইকরেটে হাঁকিয়েছেন রেকর্ড ১৩২টি ছক্কা।