চট্টগ্রামে করোনা: নতুন শনাক্ত ৭০৪
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার
চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৭০৪ জনের করোনা শনাক্ত হয়েছে
চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৭০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৯। একই সময়ে চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি।
শনিবার (২২ জানুয়ারি) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ৯৭। মোট মারা গেছেন ১ হাজার ৩৪৩ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় ২ হাজার ৪২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।
শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৫৩১ জন এবং উপজেলার ১৭৩ জন। আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩ হাজার ৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১ হাজার ১৭ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৩।
চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম মৃত্যু হয়।