প্রথমবার মানুষের শরীরে বায়োনিক চোখ প্রতিস্থাপন
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬ এএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার আপডেট: ১২:১১ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার
প্রথমবারের মতো কোনো মানুষের শরীরে বায়োনিক চোখ সফলভাবে স্থাপন করা হয়েছে।
যুক্তরাজ্যের একজন ৮৮ বছর বয়সী নারী ওই বায়োনিক চোখ পেয়েছেন। তার বাম চোখ নষ্ট ছিল।
মুরফিল্ড আই হসপিটাল-এ তার চোখ প্রতিস্থাপন করা হয়। ডাক্তারেরা তার রেটিনার কেন্দ্রের নিচে একটি দুই মিলিমিটার প্রশস্ত মাইক্রোচিপ স্থাপন করেন।
এরপর ওই নারীকে একধরনের বিশেষ চশমা পরতে দেওয়া হয়। ওই চশমায় একটি ভিডিও ক্যামেরা আছে। সেই ক্যামেরাটি আবার তার হাতের ব্যান্ডে থাকা আরেকটি ক্যামেরার সাথে সংযুক্ত।
ওই চিপটি চশমা থেকে ভিডিও ডেটা গ্রহণ করে তা কম্পিউটারে পাঠায়। কম্পিউটার সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিশ্লেষণ করে এবং চশমার ফোকাস ঠিক করে।
পরে চশমা থেকে ওই ছবিগুলো ইনফ্রারেড বিম হিসেবে চোখের ভেতরে স্থাপন করা চিপে যায়। সে চিপ আবার ওই ছবিগুলোতে বৈদ্যুতিক সিগন্যালে পরিবর্তন করে। সেখান থেকে সিগন্যালগুলো রেটিনা হয়ে মস্তিষ্কে যায়।
মস্তিষ্ক সেই সিগন্যালকে বিশ্লেষণ করে আসল চোখের দেখার মতো দেখতে পায়।
মুরফিল্ডের ওই হাসপাতালের চিকিৎসক মাহি মুকিত জানিয়েছেন এ সাফল্য অন্য অন্ধত্বের শিকার রোগীদেরও আশার পথ দেখাবে।
সূত্র: দ্য ইভিনিং স্ট্যান্ডার্ড