সুনামির পর সাগরে ২৭ ঘণ্টা টিকে ছিলেন এই টোঙ্গান
সাতরং ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ২১ জানুয়ারি ২০২২ শুক্রবার
লিসালা ফোলাউ
গত ১৫ জানুয়ারি (শনিবার) দক্ষিণ প্রশান্ত মহাসাগরের জলমগ্ন একটি আগ্নেয়গিরতে প্রচণ্ড বিস্ফোরণের মধ্য দিয়ে অগ্ন্যুৎপাত শুরু হলে দ্বীপদেশ টোঙ্গায় সুনামি শুরু হয়।
সুনামির ধাক্কায় নয়বার পানিতে হাবুডুবু খান লিসালা ফোলাউ। তারপর বহুকষ্টে একটি গুঁড়ি আঁকড়ে ধরেন তিনি।
৫৭ বছর বয়সী ওই টোঙ্গান-এর গল্প সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সুনামির পর তিনি ২৭ ঘণ্টা পানিতে ভেসে অবশেষে উদ্ধার হয়েছেন। তাকে বাস্তবের আকুয়াম্যান খেতাব দেওয়া হয়েছে।
ফোলাউ বাস করতেন টোঙ্গা'র একটি বিচ্ছিন্ন দ্বীপ আতাতায়। সে দ্বীপের মোট বাসিন্দা কেবল ৬০ জন। শনিবার সন্ধ্যায় পুরো দ্বীপের বেশিরভাগ অংশ সুনামির ধাক্কায় ধ্বংস হয়ে যায়।
তিনি বলেন, 'ডাঙা থেকে ছেলের কণ্ঠ শুনতে পাচ্ছিলাম, আমাকে ডাকছিল। কিন্তু আমি উত্তর দিইনি। কারণ, চাইনি ও আমার চিৎকার শুনে সমুদ্রে নেমে আসুক আমাকে উদ্ধার করার জন্য।'
পরে ৭.৫ কিলোমিটার সাঁতরে পাড়ি দিয়ে মূল টোঙ্গা দ্বীপে পৌঁছান ফোলাউ। প্রসঙ্গত, সুনামির কারণে দেশটিতে তিন জন নিহত হয়েছেন।
সূত্র: সিএনএন