অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শনি’র চাঁদে থাকতে পারে ভূগর্ভস্থ সমুদ্র

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ২১ জানুয়ারি ২০২২ শুক্রবার  

মিমাস

মিমাস

আমাদের সৌরজগতের গ্রহ শনির ৮২টি উপগ্রহ রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে মিমাস। এবার বিজ্ঞানীরা ধারণা করছেন ওই উপগ্রহে একটি ভূগর্ভস্থ সমুদ্র রয়েছে।

স্টার ওয়ার্স সিনেমায় দেখানো ডেথ-স্টারের মতো দেখতে এ উপগ্রহে যদি পানি থাকে, তাহলে সৌরজগতে পৃথিবীর বাইরে অন্য কোথাও প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা আরও বেড়ে যাবে।

মিমাস উপগ্রহটি দেখতে গর্তে ভরা। আর এই 'ছদ্মবেশে'র ভেতরেই একটি সমুদ্র লুকিয়ে থাকার কথা জানাচ্ছেন বিজ্ঞানীরা। ইকারাস নামের এক জার্নাল-এ এ নিয়ে একটি গবেষণা প্রকাশ করেছেন সাউথওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউট-এর গবেষক অ্যালিসা রোডেন ও তার অপর এক সহকর্মী ম্যাথু ওয়াকার।

নতুন এ ধারণা থেকে এখন বিজ্ঞানীরা চাইছেন শনিগ্রহের এ উপগ্রহটি নিয়ে আরও গবেষণা চালাতে। সৌরজগতের কোথাও পানির উৎস থাকার মানে হচ্ছে সেখানে সম্ভাব্য প্রাণের অস্তিত্ব থাকা নিয়ে নতুন উৎসাহে গবেষণা শুরু করা।

সূত্র: দ্য ভার্জ