প্রথম ম্যাচেই সেই পুরনো বিপিএল
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ২১ জানুয়ারি ২০২২ শুক্রবার আপডেট: ০৪:০৬ পিএম, ২১ জানুয়ারি ২০২২ শুক্রবার
বিপিএল নিয়ে সমালোচনার কখনই কমতি ছিলো না। সবচেয়ে বেশি অভিযোগ ছিলো টি-টোয়েন্টি উপযোগী মাঠ তৈরি না করা। কারণ সবসময় মিরপুর, চট্টগ্রাম কিংবা সিলেটে লো স্কোরিং ম্যাচই দেখেছে দর্শক।
এবারের বঙ্গবন্ধু বিপিএলেও সেই একই দশা। প্রথম ম্যাচের প্রথম ইনিংসে বরিশালের বিপক্ষে মাত্র ১২৬ রানে থেমেছে চট্টগ্রাম। বিনি হাওয়েলের শেষ দিকের ঝড় না হলে রান হতো ৮০’রও কম।
টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে নাইম হাসানের বলে প্রথমেই ছক্কা হাঁকান চট্টগ্রামের কেনার লুইস। তবে তারপরের বলেই নাজমুল হাসান শান্তর হাতে বন্দী হন এই ওপেনার।
পরে একে একে আসা-যাওয়ার মিছিলে ছিলেন আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, সাব্বির রহমান, শামিম পাটোয়ারী ও উইল জেক। শেষ দিকে ২০ বলে ৪১ করে স্কোরকে মানসম্মত করেন হাওয়েল।
অন্যদিকে ফরচুন বরিশালের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন আলজুরি জোসেফ। দুটি উইকেট নেন নাইম হাসান। আর কিপটে বোলিংয়ে মাত্র ৯ রান দিয়ে এক সাব্বির রহমানকে ফেরান সাকিব আল হাসান।