চট্টগ্রামে করোনা শনাক্ত বেড়ে ৩৩ শতাংশ
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ১১:০২ এএম, ২১ জানুয়ারি ২০২২ শুক্রবার
চট্টগ্রামে সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে
চট্টগ্রামে সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৩। একই সময়ে চট্টগ্রামে করোনায় একজন মারা যান।
শুক্রবার (২১ জানুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ৩৯৩। মোট মারা গেছেন ১ হাজার ৩৪৩ জন।
গত ২৪ ঘণ্টায় জেলায় ৩ হাজার ৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৮০৭ জন। উপজেলার ২১০ জন। মারা যাওয়া ব্যক্তি উপজেলার বাসিন্দা।
আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩ হাজার ৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৯৩০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩০ দশমিক ৪৬।
চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্তের ঘোষণা দেয় সরকার। এরপর প্রায় দুই বছর ধরে চলা এ মহামারির সংক্রমণচিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে।