অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির চেয়ারপার্সন ব্রাত্য বসু

সাহিত্য ডেস্ক

প্রকাশিত: ০৫:০১ পিএম, ২০ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার  

পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নতুন চেয়ারপার্সন হলেন দেশটির রাজনীতিবিদ, অভিনেতা ব্রাত্য বসু। সদ্যপ্রয়াত শাঁওলি মিত্রের জায়গায় এই পদে আনা হল ব্রাত্যকে। 

পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব শান্তনু বসুর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই ঘোষণা করা হয়েছে। 

পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়ের নির্দেশ অনুসারে তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সাধারণ পরিষদে যুক্ত করা হয়েছে আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে।

বাংলােএকাডেমির সদস্য হলেন কবি জয় গোস্বামী, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কবি শ্রীজাত এবং অর্পিতা ঘোষ। এছাড়াও জায়গা পেয়েছেন কবি সুবোধ সরকার, অভীক মজুমদার, আবুল বাশার, সুধাংশু দে এবং ত্রিদিব চট্টোপাধ্যায়।