অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

লতা মঙ্গেশকারের শারীরিক অবস্থার উন্নতি

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ১০:২৭ পিএম, ১৯ জানুয়ারি ২০২২ বুধবার  

ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন সুরের রানী ও কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকারের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
 
৯২ বছর বয়সী গায়িকার স্বাস্থ্য পরীক্ষায় সামান্য উপসর্গসহ করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়ার পর তাকে ৯ জানুয়ারি দক্ষিন মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়।

লতা মঙ্গেশকারের মুখপাত্র আনুশা শ্রীনিভসান আইয়ারের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ‘লতা মঙ্গেশকারের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা অনুমতি দিলে, তিনি বাড়ি ফিরবেন।’

আইয়ারের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থাটি আরও জানায়, লতা দিদির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আইসিইউতে তাঁর চিকিৎসা চলছে। মুখপাত্র লতাদির দ্রুত বাড়ি ফেরার জন্য সকলের কাছে প্রার্থনার আহ্বান জানিয়েছেন।

সুরের রানী ও ভারতের নাইটিঙ্গেল হিসেবে পরিচিত লতা মঙ্গেশকার ১৯৪২ সাল মাত্র ১৩ বছর বয়সে তাঁর ক্যারিয়ার শুরু করেন। বিভিন্ন ভাষায় তিনি ৩০ হাজার গান গেয়েছেন।