অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টেকনাফে ৪ কেজি আইস উদ্ধার

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, কক্সবাজার

প্রকাশিত: ০৪:২৫ পিএম, ১৯ জানুয়ারি ২০২২ বুধবার  

ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে সমুদ্রসৈকতে অভিযান চালিয়ে চার কেজি আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

বুধবার (১৯ জানুয়ারি) ভোরে উপজেলার জালিয়ার দ্বীপ এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। তিনি বলেন, ভোরে মাদকের একটি চালান পাচারের খবর পেয়ে টেকনাফের উত্তরে মায়ানমার সীমান্ত এলাকায় জালিয়ার দ্বীপে একটি দল অভিযান চালায়। 

এসময় তল্লাশি চালিয়ে একটি প্যাকেটের ভেতর থেকে ৪ কেজি ক্রিস্টাল মেথ পাওয়া যায়। এসব মাদক বিজিবির সদর দফতরে রাখা হয়েছে। পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশে ধ্বংস করা হবে।