ভারতীয় স্টার গ্রুপের ৫ চ্যানেল বন্ধ বাংলাদেশে
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১২:০০ এএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার আপডেট: ০১:১০ এএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার
ভারতীয় স্টার গ্রুপের পাঁচটি চ্যানেল বাংলাদেশে দেখানো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- কোয়াব।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়াবের প্রেসিডেন্ট আনোয়ার পারভেজের বরাত দিয়ে জানানো হয়েছে, জাদু ভিশন লিমিটেডের মাধ্যমে দেশে স্টার গ্রুপের যেসব পেইড চ্যানেল দেখানো হয় সেগুলো সম্প্রচার গোটা বাংলাদেশে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ কেউ এরইমধ্যে চ্যানেলগুলো বন্ধ করে দিয়েছে, কোনো কোনো অপারেটর শিগগিরই এই নির্দেশ বাস্তবায়ন করবে।
কোয়াবের পক্ষ থেকে গত সপ্তাহে কিছু দাবি-দাওয়া তুলে ধরা হলে চ্যানেলগুলোর স্থানীয় এজেন্ট তা না মানায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত ২৮ অক্টোবর এক সংবাদ সম্মেলনে আনোয়ার পারভেজ অভিযোগ করেছিলেন, ভারতীয় এই মিডিয়া গ্রুপের স্থানীয় এজেন্ট জাদু ভিশন কেবল অপারেটরদের জিম্মি করে অর্থ আয় করে নিচ্ছে।
জাদু ভিশনের মাধ্যমে ভারতীয় স্টার গ্রুপের আটটি চ্যানেল বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে দেখা যায়। এগুলো হচ্ছে- স্টার প্লাস, স্টার গোল্ড, স্টার ভারত, ন্যাশনাল জিওগ্রাফিক, ন্যাশনাল জিওগ্রাফিক ওয়াইল্ড, স্টার জলসা, স্টার জলসা মুভি ও ফক্স লাইভ।