চট্টগ্রামে মৃত্যু শূন্য দিনে করোনাক্রান্ত ৭৩৮
স্পটলাইট ডেস্ক
প্রকাশিত: ১২:২৯ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
চট্টগ্রামে মঙ্গলবার (১৮ জানুয়ারি) মৃত্যু শূন্য দিনে ৭৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে
চট্টগ্রামে মঙ্গলবার (১৮ জানুয়ারি) মৃত্যু শূন্য দিনে ৭৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভিন্ন ল্যাবে পরীক্ষায় করোনা শনাক্তের এ তথ্য পাওয়া যায়। শনাক্তের হার ২৩ দশমিক ৬৭ শতাংশ।
এ নিয়ে জেলায় এক লাখ ছয় হাজার ৪৫৭ জনের করোনা শনাক্ত হলো। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৩৮ জনে।
চট্টগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ১১৭ জনের নমুনা পরীক্ষায় ৭৩৮ জনের করোনা শনাক্ত হয়।
পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় ২৩ দশমিক ৬৭ শতাংশ। শনাক্তদের মধ্যে ৬৪৭ জন নগরের এবং ৯১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৭৪২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৬। একই সময়ে চট্টগ্রামে করোনায় তিনজন মারা যান।
চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়