টানা পাঁচবছর ধরে জন্মহার কমছে চীনে
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ১৭ জানুয়ারি ২০২২ সোমবার
টানা পঞ্চমবছরের মতো ২০২১ সালে আবারও চীনের জন্মহার নিম্নগামী হয়েছে। সরকারের তিন-সন্তান নীতিতেও কাজ হচ্ছে না দেশটির জনতাত্ত্বিক এ সমস্যায়।
২০২১ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল এ দেশে ১ কোটি ছয় লাখ বিশ হাজার শিশুর জন্ম হয়েছে। অর্থাৎ দেশটিতে প্রতি ১০০০ জনের মধ্যে কেবল ৭.৫ শতাংশ নবজাতকের জন্ম হয়েছে।
২০২০ সালে দেশটিতে ১ কোটি ২০ লাখ ২২ হাজার শিশুর জন্ম হয়েছিল। অর্থাৎ ২০২১ সালে জন্মহার এর আগের বছরের তুলনায় ১১.৬ শতাংশ কমে গেছে। এভাবে চললে চীনের জনসংখ্যা খুব দ্রুত কমতে থাকবে।
চীনের এক সন্তান নীতির কারণে কয়েক দশক ধরেই অসংখ্য নারীর জোর করে গর্ভপাত করানো হয়েছিল। এখন দেশটিতে একাধিক সন্তান নেওয়ার আহ্বান করে জোর প্রচারণা চালানো হচ্ছে।
চীনে সন্তান লালনপালনে বেশি খরচ হওয়ার কারণে অনেকেই একের বেশি সন্তান নিতে চান না। দেশটির বড় শহরগুলোতে জায়গার দাম ও বাচ্চাদের পড়ালেখার খরচ অনেক বেশি হওয়ায় চীনের মা-বাবাদের এক সন্তানেই এখনো সন্তুষ্ট থাকতে বাধ্য হতে হচ্ছে।
সূত্র: সিএনএন বিজনেস