গর্ভাবস্থায় কোভিডে আক্রান্ত হলে ক্ষতি হতে পারে সন্তানের
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০২:৩৪ পিএম, ১৭ জানুয়ারি ২০২২ সোমবার
যেসব নারী গর্ভাবস্থা চলাকালে কোভিডে আক্রান্ত হয়েছেন, সন্তান জন্মদানের ক্ষেত্রে তাদেরকে নানা অসুবিধায় পড়তে হতে পারে বলে জানা গেছে নতুন এক গবেষণায়।
এ সমস্যাগুলোর মধ্যে আছে নির্দিষ্ট সময়ের আগে বাচ্চা প্রসব, কম ওজনের বাচ্চা জন্মদান, অপরিণত বাচ্চা, মৃতসন্তান প্রসব ইত্যাদি।
যেসব মা গর্ভকালের প্রথম ছয়মাসের সময়ে কোভিডে আক্রান্ত হয়ছেন, তাদের ক্ষেত্রে বাচ্চা যথাসময়ের আগে জন্ম নেওয়া, মৃত বাচ্চা জন্ম দেওয়ার সমস্যা হতে পারে। অন্যদিকে যেসব মা গর্ভাবস্থার শেষ তিন মাসে কোভিডে আক্রান্ত হন, তাদের বাচ্চা অপরিণত হয়ে জন্ম নিতে পারে।
ইনস্টিটিউট ফর সিস্টেম বায়োলজি-এর গবেষকেরা এ গবেষণাটি সম্পাদন করেছেন। তারা ১৮ হাজার করোনাক্রান্ত গর্ভবতী'র ইলেকট্রনিক হেলথ রেকর্ড যাচাই করেছেন। গবেষণাটি রবিবার (১৬ জানুয়ারি) দ্য ল্যানসেট ডিজিটাল হেলথ জার্নালে প্রকাশিত হয়েছে।
গবেষণাটি কোভিডের টিকা সবার জন্য সহজলভ্য হওয়ার আগে করা হয়েছে। তাই ভবিষ্যতের গবেষণাগুলোতে টিকা ব্যবহারের মাধ্যমে এ ধরনের প্রসবকালীন সমস্যা প্রতিরোধ করা সম্ভব কিনা তা জানার চেষ্টা করা যেতে পারে বলে পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: নিউজ মেডিকেল