করোনা: চট্টগ্রামে এক দিনে শনাক্ত বাড়লো সাতশোর বেশি
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ১২:৫১ পিএম, ১৭ জানুয়ারি ২০২২ সোমবার আপডেট: ১২:৫১ পিএম, ১৭ জানুয়ারি ২০২২ সোমবার
চট্টগ্রামে একদিনে আরও ৭৪২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে
চট্টগ্রামে একদিনে আরও ৭৪২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে তিনজনের।
সোমবার (১৭ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া তথ্যে জানা গেছে, সরকারি-বেসরকারি মিলিয়ে ১৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৮৮৩টি নমুনা পরীক্ষা হয়েছে। তাতে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে প্রায় ২৭ শতাংশে।
একদিনের ব্যবধানে চট্টগ্রাম মহানগর ও উপজেলা মিলিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ১৯২ জন। রবিবার মোট ৫৫০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল।
জেলার সিভিল সার্জন ইলিয়াছ চৌধুরী জানান, আক্রান্তদের মধ্যে ৫৯৭ জন মহানগরীর এবং ১৪৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। মারা যাওয়া তিনজনই মহানগরে থাকতেন।
মহামারী শুরুর পর এ পর্যন্ত চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলায় এক লাখ সাত হাজার ৫১৯ জন কোভিডে আক্রান্ত হয়েছেন, এদের মধ্যে মারা গেছে এক হাজার ৩৩৮ জন।