এখন থেকে ডোজকয়েন দিয়ে কেনা যাবে টেসলা ব্র্যান্ডের জিনিসপত্র
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১৫ জানুয়ারি ২০২২ শনিবার
ক্রিপ্টোকারেন্সি ডোজকয়েন ব্যবহার করে এখন থেকে টেসলা ব্র্যান্ডের বিভিন্ন পণ্য (মার্চেন্ডাইজ) কেনা যাবে বলে ঘোষণা করেছেন কোম্পানিটির বস ইলন মাস্ক।
শুক্রবার (১৫ জানুয়ারি) টুইটারে এমন ঘোষণা দিয়েছেন মাস্ক। মাসখানেক আগে এরকম কিছুর ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
এ ঘোষণার পর ডোজকয়েনের দাম হুহু করে বেড়ে গেলেও পরে আবার তা নেমে আসে। ২০১৩ সালে ক্রিপ্টোকারেন্সিকে উপহাস করে মজার ছলে ডোজকয়েন বের করা হয়েছিল। কিন্তু গত বছরে এর দাম ৪০০০ শতাংশ বেড়ে যায়। আর এ পরিমাণ মূল্যবৃদ্ধির পেছনে মাস্কের অবদান রয়েছে। ইলন মাস্ক নিয়মিতই টুইটারে বিটকয়েন, ডোজকয়েন নিয়ে টুইট করে এগুলোর দাম বাড়িয়ে তোলেন। ক্ষেত্রবিশেষে তার টুইট ও মন্তব্যের কারণে ক্রিপ্টোকারেন্সির দাম পড়েও যায়। খবর বিবিসি'র।
এর আগে গতবছর টেসলা ঘোষণা দিয়েছিল তারা বিটকয়েনে বিনিয়োগ করেছে এবং ক্রেতারা চাইলে বিটকয়েন ব্যবহার করে টেসলার গাড়ি কিনতে পারবে। এর ফলে বিটকয়েনের দাম আকাশ ছোঁয়। কিন্তু পরে এ সিদ্ধান্ত থেকে সরে আসে টেসলা।
তবে নতুন সিদ্ধান্তের পর ডোজকয়েনই একমাত্র ডিজিটাল মুদ্রা যা টেসলা গ্রহণ করবে।
যেসব পণ্য ডোজকয়েন দিয়ে কেনা যাবে সেগুলো হলো টেসলা ব্যান্ডের বেল্ট বাকল (৮৩৫ ডোজ), ও শিশুদের খেলনা গাড়ি (১২০২০ ডোজ)। এ পণ্যগুলো বর্তমানে সব বিক্রয় হয়ে গেছে। একবার কিনে ফেললে আর রিফান্ড পাবেন না ক্রেতারা।